ছোট্ট কালে মায়ের কোলে ভাই বোনে ঘর ভরা
আজকে ঘরে নেই যে কেহ সব যে বাড়ি ছাড়া।
এক সারিতে বসে খেতাম মায়ের হাতের খাবার
খেতাম অনেক মজা করে চেয়েওনিতাম আবার।


রাতের বেলা একই খাটে শুতাম সারি সারি
ভোর বেলাতে মায়ের ডাকে উঠতাম তাড়াতাড়ি।
সকাল বেলা কোরান পড়া বাংলা তারি সাথে
ছিলো পড়া সময় মতো নিত্য দিনে রাতে।


স্কুল শেষে ফিরতাম বাড়ি সবাই একই সাথে
মোদের চিন্তায় মা তখনই থাকতো চেয়ে পথে।
এক ছেলে মা'র আমেরিকা লন্ডনে একজন
একজন আবার সিঙ্গাপুরে দেশে অপরজন।


সবাই এখন চাকরি করি বাড়িতে কেউ নাই
ভরা বাড়ি শূন্য আজি খাঁ খাঁ করে তাই।
মা বাবা যে বুড়োবুড়ী একলা ছিলো বাড়ি
মনের দুখে এ পৃথিবী একদিন গেলো ছাড়ি।


আজকে মোদের শূন্য বাড়ি দেখার কেহ নাই
দূরে থাকি বাড়ির থেকে খুব ই কষ্ট পাই।
পিন পতন নীরবতায় ধুঁকছে মোদের বাড়ি
আপন বাড়ি আপন ঘর কেমনে গেলাম ছাড়ি?


ধার করা এক কুকুর মোদের বাড়িতে সে থাকে
নড়লে পাতা রাতের বেলা ঘেউ ঘেউ করে ডাকে।
পুরানো কিছু ফার্নিচারে ঘুন পোকাদের বাস
ফার্নিচার ই বাড়ির মালিক এখন বারোমাস।


আশায় আশায় বুক বে্ঁধে মা পড়ার টেবিল পাশে
নিদ্রাবিহীন রাত কাটাতো থাকতো পাশে বসে।
ছেলেমেয়ের চাকরি বাকরি ঠিকই হলো তার
সবাই মাকে গেলো ছেড়ে থাকলো নাযে আর।


আফসোস করে বলতো মা যে ঘরভরা মোর বাড়ি
আজকে তারা কোথায় গেলো একলা মোরে ছাড়ি।
মৃত্যু কালে বাপ মা মোদের একটু দেখার জন্য
কেঁদে কেঁদে প্রাণ হারালো পাপিষ্ঠদের জন্য।