খাই না আমি ঠিক মতো আর
আঁচড়াই না যে চুল
এ জীবনে নীলার সাথে
করলাম কেনো ভুল?


বাস চলে গাড়ি চলে
চলে সবার জীবন
চলে নাযে নীলা ছাড়া
ভাঙা মনের ভূবন।


রাগের চোটে ফেলে তোমায়
পালিয়ে গেলাম সেদিন
দুঃখ ভরা মন বেদনার
কাটে না যে দূর্দিন।


সরল সহজ মিষ্টি নীলা
চোখ দুটি তার বড়ো
ঠোঁট দুটি তার পাখির নীড়ে
লাজে জড়োসড়ো ।


হালকা পাতলা গড়ন ভারী
চিকণ তাহার নাক
নিতম্ব তার দুলছে আহা
নিতম্বেই হাঁক।


চোখের পানে চোখ রেখে সে
বলতো কতো কথা
লুকিয়ে রেখে আঁখিতে তার
মনের যতো ব্যথা।


সবুজ ঘাসের বিছানাতে
পাখির চাদর মেলে
দিন কাটাতাম মনের সুখে
তবলা যেতো খেলে।


দোষ ছিলো না কিচ্ছু নীলার
দোষ ছিলো না কোনো
আমার রাগে আজকে মোরা
ভিন্ন সবে জেনো।


ভুল কোরোনা আমার মতো
ভুল কোরোনা কেউ
ভুল করলে তোমার সাথে
থাকবে না আর কেউ।


ধৈর্য লাগে সহ্য লাগে
মন যে লাগে বড়ো
সময় দিয়ে মনকে তাহার
বুঝতে হবে আরো।


প্রেম যে জেনো স্বর্গীয় আর
প্রেম যে সুখের ধারা
প্রেম যে আনে স্বর্গ সুখ আর
প্রেম যে বসুন্ধরা।