তোমার সীমানা মাড়াবো আমি কেমন ক'রে?
আমি যে আজ যোজন যোজন দূরে
ঠিক সিমান্তের ওপারে দাঁড়িয়ে
কুয়াশার প্রান্ত ভেদ ক'রে দেখতে পাই অবিকল তোমাকে
ঠিক আগের মতো নীলাম্বরী শাড়ী প'রে
ধীর লয়ে বিড়ালের নরম পায়ে হেঁটে আসছো তুমি ঠিক আমার দিকে
অনেক দূর থেকেও দেখতে পাই তোমাকে
খুব নিকটে আমার
হাজার মাইল দূরে থেকেও আমি তোমার চোখে চোখ রেখে
কথা ব'লে যাই নিরন্তর
শুধুই তোমার সাথে
তুমি ভাবো তোমার থেকে অনেক দূরে থাকি আমি
আমি বলি না
তোমার পাশে ব'সে যতোটা কাছে থাকি আমি
দূরে থেকেও তারচেয়ে অনেক বেশি কাছে থাকি তোমার
কিন্তু তুমি বোঝো না
শুধু এটুকুই বোঝো তুমি
অনেক দূরে চ'লে গেছি আমি
এরচেয়ে বেশি কিছু বোঝো না তুমি!