বিয়ের আগে আদর যত্নের ছিলো না যে কমতি
আজকে বিয়ের বিশ বছরে দেখছি না এক রত্তি।
করতে কতো ঘোরাঘুরি বেড়াতে নিতে কতো
পেরিয়ে গেলে সময় আবার মা বকতেন শতো।


তখন তোমার অনেক সময় আমায় দেবার জন্য
পারলে দিতে একটু আমায় হতে স্বয়ং ধন্য।
এখন তোমার নাইযে সময় ব্যস্ত সদা কাজে
কাজের কথা বললে বলো বকছো কেনো বাজে।


একটু খানি হাঁচি দিলে পাগল হতে তুমি
কি হয়েছে বলো নইলে বাঁচবো না আর আমি।
ডাক্তারখানায় নেবার জন্য সেকি তুমি ব্যস্ত
বললে কিছু হয়নি আমার তবুও কি ত্রস্ত।


এখন আমার হাঁচি কাশি দেখলে জ্বলে গা
নাকের ভিতর আমার নাকি হচ্ছে বড়ো ঘা।
আমার কোনো অসুখ বিসুখ দেখলে তুমি বলো
তোমার বাড়ির সবার মতো তোমার ও কি হলো।


বেড়া বেড়ীর সময় এখন কোথায় তুমি পাবে
জোয়ার যে মোর শেষ হয়েছে ভাটায় খবর নেবে?
আজকে বিয়ের বিশ বছরে চিনলাম তোমায় ফিরে
বিয়ের আগে চিনতাম যাকে থাকতো আমায় ঘিরে।


নতুন করে চিনতে হলো বিয়ের বিশেক পর
তারপরে ও মানুষ বাঁধে বাঁধে সুখের ঘর।
বিয়ের পরে হারিয়ে যায় স্বপ্ন ভালোবাসা
এরি মাঝে বাঁচে মানুষ নিয়ে সুখের আশা।