বই হলো জ্ঞানের আঁধার
বই পড়ুন সবে
বই পড়ে সকল আধার
দূর করে দাও ভবে।


বই তোমার সিকিউরিটি
পাহারা দেবে তোমায়
তুমি যখন আইসিইউতে
আছো তুমি কোমায়।


অনেক তোমার কাছের মানুষ
তোমায় ফেলে যাবে
আহরিত জ্ঞান সদাই
তোমার পাশেই রবে।


বিপদে যে পাশে রবে
নামটি তাহার বই
এমন বন্ধুর কথা আমি
কার কাছে বা কই।


বই পড়ে মসলা যদি
নিতে পারো কেড়ে
ঝড়-ঝঞ্ঝা যতোই আসুক
যাবে না সে ছেড়ে।


বই পড়ার অভ্যাস আবার
আনতে হবে ঘরে
বই মুখী জাতি গড়ে
তুলতে হবে ওরে।


তোমার পরে বইগুলো সব
ছেলেমেয়ের হবে
বইগুলো সব পড়ে তারা
তোমার কথা ই কবে।


খেয়ে পরে ভোগ ক'রে কেউ
কে না ফতুর হয়
কিন্তু কভু বই কিনে কেউ
দেউলিয়া না হয়।


ফুলের সৌরভ মানব যৌবন
সবই হবে শেষ
বইয়ের যৌবন অনন্ত এক
হয় না কভু শেষ।


বন্ধু বান্ধব আত্মীয় স্বজন
হয়তো যাবে ছেড়ে
কিন্তু প্রিয় বইটি তোমায়
যাবে না কো ছেড়ে।


খারাপ সঙ্গী ভালো সঙ্গী
চলার পথে পাবে
একমাত্র বই- ই তোমার
ভালো সঙ্গী হবে।


বই তোমার সঙ্গে থাকবে
থাকবে তোমার সঙ্গে
বলবে কথা সঙ্গে তোমার
বলবে নানা ঢঙে।


যখন তখন বলতে কথা
পারবে বইয়ের সঙ্গে
সব সমাধান পাবে তুমি
বইয়ের পাতার অঙ্গে।


চলার পথে সব উপদেশ
পাবে বইয়ের পাতায়
গেঁথে যদি নিতে পারো
তোমার মনের খাতায়।


বই তোমার সেরা বন্ধু
এমন বন্ধু নাই
চলতে পারলে বই নিয়ে
কোনো বিপদ নাই।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশ কাল
সময়ঃ১২-০৩মিঃ
তারিখঃ১৩-০৭-২০২০ ইংরেজি