যখন বুঝলাম ঠিক তখনই দুপুর গড়িয়ে
বিকেল নেমে এসেছে
গোধূলির আকাশে স্তিমিত সূর্যের তেজে রাক্ষুসীর হানা
অবেলায় ফিনিক্স পাখির ডাকে গা জ্বলে ওঠে
বিকেল থেকে সকাল কি দুপুরে ফেরার জোঁ নেই
সান্ধ্যকালীন বাতির চিমনি জ্বলে উঠেছে ঐ দূর গাঁ-এ
ফিরতে চাইলেও কি আর ফেরা যায় সকালের পানে?
ফিরবো কেমন করে? পদযুগল আঁটকে আছে
বেলা ডুবে গেছে অনেক আগেই
ডুবে গেছে সে যে দিগন্তের কোণে