ভালোবাসো আর বলবো না কখনো
কোনোদিনও বলবোনা আর ভালোবাসো আমাকে


আমার বিষাদময় অন্ধকারে এইযে আমার পাশে এসে বসো
সুখের তৃপ্তির আলো জ্বেলে দাও
হরেকরকম কথা বলো আর খুনসুটি করো
অবিরাম নাড়তে থাকে কানের দুল লিপস্টিক মাখা ওষ্ঠোদ্বয়
আরো বেশী রক্তিম করে তোলো


সুগন্ধময় চুলের ডালি কাঁধের ওপর ঢ'লে পড়ে
তৃপ্তি খুঁজে পাও তুমি আপন ক'রে
বিষাদময় ঝর্ণার শব্দের কল কল বন্ধ করে দাও হৃদয়ে অঙ্কুরিত
স্বপ্নের বেড়াজালে
কচুর লতির মতো ধবধবে সাদা আঙুল স্পর্শে আপত্তি করোনা
কোনো
মুখোমুখি ব'সে বাদাম চিবাও  তুলে দাও মুখে পরম আদরে
আনন্দের আতিশয্যে শরীরের ওপর ঢ'লে পড়ো
খিলখিল করে হেসে ওঠো
আবার সম্বিৎ ফিরে পাও শিহরণ কেটে গেলে


প্রকৃতির অপারদানে সুশোভিত ঘাসগুলো একটু একটু করে
ছিড়ে ছুড়ে মারো তুমি আমার দিকে
কতো আনন্দ আর খুশী খেলা করে তোমার বুকে
লাইব্রেরী শাহবাগ নিউমার্কেট আরটিএসসিতে সবচেয়ে বেশি
সময় দাও তুমি আমাকে
হাত ধ'রে সারাক্ষণ ঘুরতে থাকো মার্কেটে আর সুযোগমতো
কিনে দাও আফটারশেভ পছন্দের শার্ট
মা-বাবার অজান্তেই ভেঙে দাও শুনে ধরা সমাজের দিকচিহ্নবাঁক


সন্ধ্যা সমাগত হলে উঠে দাঁড়াও বড্ড সতর্কতার সাথে ব'লে
ওঠো
এই রিক্সা যাবে কলাবাগান বশীরউদ্দীন রোড
থমকে যাই আমি সম্বিৎ হারাই কিছুক্ষণ
তবে দ্বিধান্বীতও বিচলিত নই একটু ও আমি


জানি সকাল থেকে সন্ধ্যাবধি এতোবেশী করার পরও আর
ভালোবাসো কথাটি শুনতে চাওয়া বড্ড বেমানান হ'য়ে যায়
বেমানান হ'য়ে যায় বড্ড বেশি অন্তত আমার কাছে
আর কারো কাছে হয় কিনা অন্তত আমার জানা নেই