একলা জীবন কঠিন ভারী
বন্ধু থাকা ভালো
বন্ধু ছাড়া জীবন আবার
হয়যে এলোমেলো।


বন্ধু করা হয়তো সহজ
কঠিন কিছু নয়
বন্ধুত্বকে ধরে রাখা
কঠিন আরো হয়।


বন্ধু ছাড়া জীবন ভালো
নাইবা কভু হবে
বিপদ আপদ দুঃখে বলো
সে ই তোমার হবে।


বন্ধু নিয়ে জীবন চলা
হয়তো সহজ নয়
বন্ধুত্ব ও ভাঙে কভু
মিথ্যে মোটেই নয়।


স্বাধীনতা মহান সম্পদ
অর্জন যেমন কঠিন
অর্জনের চে স্বাধীনতা
রক্ষা আরো কঠিন।


জামা কাপড় ছিঁড়ে গেলে
সেলাই করা যায়
হয় না অভাব সুই সুতার
যতো লাগুক তায়।


হাড় ভাঙলে লাগে জোড়া
মন ভাঙলে নয়
এ সব কথা বিজ্ঞ জনে
সভ্য জনে কয়।


বন্ধুত্ব এক মায়ার বন্ধন
ছিঁড়ে গেলে বাপু
পৃথিবীর সব সুতো দিয়েও
যায় না করা রিপু।


বন্ধু ছাড়া যায় না চলা
বন্ধু আপন জন
জীবন চলার পথে সদা
রাখিও স্মরণ।


ছাড় দিও মেনে নিও
কষ্ট যতো হোক
বন্ধুত্বকে রেখো ধরে
বন্ধু তোমার লোক।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশ কাল
সময়ঃ০৬-৩৮ মিঃ
তারিখঃ১৫-০৭-২০২০ ইংরেজি