শূন্যতা,বিষন্নতা,দুঃখ,কষ্ট,ব্যথা,বেদনা আর
অবসন্নতার চাদর আঁকড়ে ধরেছে আমাকে
ঠিক অক্টোপাসের মতো
বারবার ডুকরে ডুকরে কেঁদে উঠছি আমি
এ-তো কষ্ট কেনো আমার জীবনে?
এ-তো রক্তক্ষরণ কেনো আমার হৃদয়ে?
পৃথিবীর সব ওষুধ ব্যর্থ হয়ে কেঁদে ফিরে
যায় আমার দ্বারে
পারছে না বন্ধ করতে আমার হৃদয়ের
রক্তক্ষরণ
অশ্রুধারার মতো ঝরে পড়ছে আমার
মনো-দৈহিক হৃদয় থেকে
না ফুরানো সমুদ্র সম রক্তক্ষরণ


পৃথিবীতে আজ এ-তো একা কেনো আমি?
নিঃসঙ্গতা,বিষন্নতা,শূন্যতা আর কষ্ট-বেদনা
বাসা বেঁধেছে আজ আমার হৃদয়ে
আমার মনের ঘরে


পৃথিবীর সব পাখি ঘরে ফেরে
শান্তি সুখের নীড়ে, দিনের শেষে
আমার মনের পাখি আজ
আসেনা ফিরে, আমার ঘরে
ফিরতে চায় না মনের ভূবনে আমার
মনোপাখি একটু বলোনা আমায়
কোথায় যাবো আমি? কার কাছে আজ?


বিশাল এ পৃথিবীতে আমার তো এক
চিলতে জায়গা ও নেই
নীলা,তুমি-ই বলো আমায়
কি আছে আমার এ পৃথিবীর বনে
একটু শোধাও না প্রিয়া
তোমার কোমল হৃদয় ও মনে


ঝরাপাতার কান্নার সাথে আমি ও এক
হয়ে যাই
কেঁদে ফিরি বারবার
তবুও থামে না কান্না আমার


বিধাতা,তুমি আমার চোখে এ-তো জল
দিয়েছো কেনো?
সাগর শুকিয়ে গেলে ও আমার চোখের
জল যে আর শুকায় না কেনো?
পৃথিবীর সকল সমুদ্রের জল এসে ভর
করেছে আমার এ দুঃখময় আঁখির কোণে


কষ্টে,কান্নায়,দুঃখে,শোকে,ব্যথিত হৃদয়ে
এ পৃথিবীর সকাল সন্ধ্যা কাটিয়ে দিলাম
হাজার বছর
তবুও শেষ হলো না আমার অসমাপ্ত
জীবনের
হৃদয়ের অতলান্ত সাগরের
জলরাশীর কান্না


প্রতি মুহূর্তে মরে যাচ্ছি আমি,ধুঁকে ধুঁকে
থাকতে চাই না আমি আর এ পৃথিবীর
পরে
আমার দুঃখ কষ্টের ভার বইতে পারছে
না এ পৃথিবী আর
মুক্ত করে দিতে চাই এ পৃথিবীকে আমি


বৃক্ষের সুশীতল সতেজ ছায়াতলে
শান্তি খুঁজে ফিরি আমি বারবার
কিন্তু মগডালে বসে উঁকি মেরে পাখি
বলে যায় কবি
এ পৃথিবীর সব দুঃখ-কষ্ট ভুলে থাকতে
হলে
তোমাকে আমাদের মতো পাখি হতে হবে
যখন যেখানে খুশী ইচ্ছেমতো উড়ে যাবে
ঘুরে বেড়াবে
তুমি হবে তখন এক মুক্ত বিহঙ্গ
ডানা মেলে উড়ে বেড়াবে এ গাছ থেকে
ও গাছে
পুরো আকাশ জুড়ে হবে অবাধ বিচরণ
তোমার
কেউ দেবে না তোমাকে আর কোনো কষ্ট
তুমি থাকবে সীমাহীন সুখে
দুঃখ দেবার আর কাউকে খুঁজে পাবে না
তখন এ পৃথিবীর বুকে


পর জনমে আমি না হয় পাখি-ই হবো
ঠিক পাখিদের মতো বন্য পাখি হয়ে
থাকবো পাখিদের গানে গানে
তাদের সনে হিজল বনে
গেয়ে যাবো গান হৃদয়ের টানে
তবুও শান্তি খুঁজে পাবো এই ভেবে যে
এখন আর আমি মানুষ নই!


কাটাতে হবে না তখন একা
আমাকে আর হাজার বছর
এ জীবনে শুধু একা আর একা!