বর্ষা যুবতীর রূপ দর্শনে প্রিয়ার বিচ্ছেদ ব্যথায়
বৃষ্টির জলের মতো পানি ঝরতে থাকে নয়ন
বেয়ে যুবকের


রূপবতী বর্ষা প্রেমিক প্রেমিকার মনে এনে দেয়
অনুরাগের গভীরতা
সুন্দরী বর্ষা আর বিরহ একই সূত্রে গাথা
সে প্রেমকে উসকে দেয় মানব মনে


বর্ষা বৃষ্টি জল যেনো অশ্রুজল
ব্যাকুল করে তোলে সব প্রেমিকাকে
বাদল দিনের মেঘ প্রিয়ার বিরহকে বাড়িয়ে
দেয় বহুগুণে


সকল কোলাহল ছেড়ে বর্ষার নির্জনতায় প্রেমের
এক অদ্ভুত মূর্তি গড়ে তোলেন কবি


গৃহবন্দী কিষাণ কেউ দড়ি পাকায়,জাল বোনে
বাঁশের চারো,ঘুনি,খলখলে মাছ ধরার সব যন্ত্র
বোনে একান্ত মনে


কিষাণী তরুণীরা সুই সুতোয় সিলাই করে যায়
রুমাল,নকশীকাথা
আর বলে যায় যতোসব রূপকথা


বর্ষার সাথে সাথে মনের মাটিতে ও ঝরতে থাকে
তুমুল বৃষ্টি
কৃষকের ধানের ক্ষেতে বয়ে যায় ঝর্ণার প্রবাহ
চারদিকে কাঁচা মাটির গন্ধ
গ্রামের বুক ভিজে টইটম্বুর হয়ে যায় একেবারে


অবিরল বর্ষাধারা জলের সাথে সাথে ঝরতে থাকে
বৃষ্টি
দীঘির জল স্তম্ভিত হয়ে পড়ে অবিরাম বর্ষণ দর্শনে


বৃষ্টির জলে ভিজে হাওয়ার ঠান্ডা অনুভূতি মনে
জাগায় এক মায়াবী শিহরণ
বর্ষা সুন্দরী যেনো ব্যাঙের আনন্দ আর ফূর্তির
মেলা বসিয়ে দেয়
…...................................................চলবে