যুবতীর স্নিগ্ধ-সজল-লাবন্যময় মায়া মানব হৃদয় কে করে
উচ্ছ্বসিত ও উদ্বেলিত
কবিগণ ছুটে যান চির শান্তির নিবিড় সন্ধানে
রচে যান সব অমর কবিতা পেছনের সব কবিকে পেছনে
ফেলে
চির সৌন্দর্যের লীলাভূমি আর মানসভূমিতে যাত্রা করে কবি মন
বর্ষা যুবতী সৌন্দর্যের স্বর্গ রাজ্যে শান্তির পসরা সাজিয়ে বসে
যায় নির্বিঘ্নে অকাতরে


বর্ষায় ভাবের প্রাচুর্যে-ঐশ্বর্যে-শ্যামলে-সবুজে
ভরে ওঠে কবি মন
সেতারে বাজাতে থাকে ইচ্ছে মতো জারী সারী আর ভাটিয়ালী গান
আর পাখিদের যতোসব কলতান


কবিগণ পেয়ে যান সাহিত্য রচনার অফুরন্ত সামগ্রী আর সম্পদের
ভান্ডার
বর্ষা যুবতীর কাছে
চির সৌন্দর্যের আবাসভূমি তে কবিগণ আঁকতে থাকেন সুন্দরী
ক্লিওপেট্রার ছবি!
.................................................................চলবে