মজার শীতকে ধাক্কা মেরে
                 বছর ঘুরে ওরে
বসন্ত আজ আসছে ধরায়
                সবার ঘরে ঘরে।


শীতকে বলে বসন্ত ভাই
                রাগ করিস না তুই
বছর গেলে আসবি ফিরে
                দেখিস আবার তুই।


বসন্তের ই আগমনে
           আনন্দের নেই শেষ
ফুল কলিরা দুলছে দেখো
           হাওয়ায় নেচে বেশ।


বসন্ত ভাই এসে গেছে
               সাজছে বসুন্ধরা
পাল্লা দিয়ে সাজছে আরও
               বঙ্গ ললনারা।


কুহু কুহু কোকিল ডাকে
            কোকিলা তুই কই
তোকে ছাড়া কেমন করে
            একলা আমি রই।


আঙ্গিনায় আজ ফুলের রাজি
             হলুদ গাদায় ভরা
ললনারা ফুল গুঁজেছে
             খোপায় রমনীরা।


আমের শাখে বোল ধরেছে
              গাছে সবুজ পাতা
পাখিরা সব গান ধরেছে
                সুরে লতাপাতা।


বাসন্তী রং শাড়ী পরে
               ঘুরছে ললনারা
প্রনয় সুখে ঘুম হারানো
               অষ্টাদশী যারা।


টিএসসিতে এসে প্রিয়
               আমায় খুঁজে নিও
কান্তা বুড়ীর ডালার ফুল
              মাথায় গুজে দিও।


পোশাক হবে একই রং-এর
              মাথায় রেখো তুমি
খুঁজতে তোমার সহজ হবে
             হারিয়ে গেলে আমি।


বইমেলা তে যাবো আমি
             হাতটি তোমার ধ'রে
হরেক রকম বই কিনে সব
             ব্যাগটি দেবো ভরে।


ঝালমুড়ি আর ফুসকা খেয়ে
              নেবো জিহবায় স্বাদ
গানে গানে সুরের তালে
             ধরবো বাড়ির পথ।