বহু কষ্টে অঙ্কিত হয় দু'জনের ভালোবাসার বৃত্ত
বিন্দু বিসর্গতে ধীরে ধীরে পরিবেশিত হয় নৃত্য
সব কিছুর মূলে খুব সঙ্গোপনে কাজ করে যায়
দু'টি মন আর দু'টি হৃদয়
একেবারে ঠিকঠাক থাকলে সবকিছু
ছদ পর্যন্ত পৌঁছে যায় দৌড়
কিন্তু কাঁচা কাঁচা কথা অবহেলা কটুকথা খারাপ আচরণ
অবমূল্যায়ন
মনের অজান্তেই কাচের গ্লাসের মতো টুকরো টুকরো করে
ভেঙে দেয় আকাশসম ভালোবাসাকে
রাতের আঁধারে গন্ডদেশ বেয়ে গড়িয়ে পড়ে জল
দু'একটা পাখি ছাড়া
মধ্যরাতের নীরব বুকফাটা চিৎকার শুনতে পায় না কেউ
ভিজতে ভিজতে এক সময় ক্লান্ত দেহে নেতিয়ে পড়ে
বালিশের কোণ
শারীরিক অশান্তি অসুস্থতায় কাজ করে  হাসপাতাল ডাক্তার
আর নার্স
সকলেই বুঝতে পারে রোগীর অবস্থা
কিন্তু দীর্ঘদিনের ঠুনকো ঠুনকো মানসিক আঘাত
অনাকাঙ্ক্ষিত অপমান
তিলে তিলে দগ্ধ ক'রে তোলে রোগীকে


এভাবে চলতে চলতে ভেতরের মানুষটা মৃত্যুর কোলে
ঢ'লে পড়ে একদিন
অকৃত্রিম রূপ আর প্রেমের সৌন্দর্য হারায় তখন
থেমে যায় পদ্মা মেঘনা মধুমতী নদীর স্রোত ধারা
পলিযুক্ত মাঠ আর বালুচর তখন খুঁজে নেয় নতুন ঠিকানা


এভাবেই একদিন
ভাটা পড়ে নিখাঁদ ও সমুদ্রসম ভালোবাসার
বিশ্বাস বুঝাপড়া ও  আস্থাহীনতার কারণে ভেঙে যায়
আকাশ সমান ভালোবাসা
অবহেলার পাহাড়ের সুনির্দিষ্ট গর্ত তখন খুঁজে পায় ইঁদুর
শূন্য গর্তে বাসা বেঁধে খেলে যায় সে মনের মতো
পাহাড়সম ভালোবাসা এভাবেই কেঁদে কেঁদে মরে থাকে
ইঁদুরের ঘরে
আকাশসম ভালোবাসা তখন অসহায় আত্মসমর্পণে
ফিরে আসে বারবার ব্যর্থ নমস্কারে