নিঃশ্বাস ফুরিয়ে এলে
চারদিকে নেমে আসে ঘোর অন্ধকার
পড়ে থাকে নিথর দেহ
পাহাড় থেকে নেমে আসে হেলিকপ্টার সাইজের শকুন
মহা আনন্দে
সোল্লাসে মেতে ওঠে তারা
কুড়ে কুড়ে খাবে গোগ্রাসে সব
ভাগের অংশ নিয়ে কাড়াকাড়ি করে কেউ কেউ তাদের
মানবতা আজ বড়ো অসহায়
বিদায় নিয়েছে পৃথিবী ছেড়ে
কাঁদছে মানবতার বাণী গুলো আকাশের সীমানায়
তবুও অসহায় আত্মসমর্পণে ব্যস্ত সবাই
এর মাঝে ও একটু শান্তি খুঁজে ফেরে ব্যর্থ মানবতা
এটুকুই বা কম কিসের!