কেমন করে তুমি এমন হতে পারলে?
আকাশে সূর্য ওঠে অস্ত যায় ঠিক নিয়ম মেনে
পাখিরা অবাধে বিচরণ করে আকাশে
মেঘেরা দলবেঁধে ঘুরে বেড়ায় বাড়ি বাড়ি
এ পাড়া থেকে ওপাড়ায়
কৃষক মাঠে যায় কাজে
মনের সুখে গান ধরে হাওড়ে গলায়
রিক্সা ভ্যান বাস প্রাইভেট
সবই চলে ঠিকঠাক সময়মতো
নেই কোনো সময়ের অভাব
তাড়না প্রেষণা তাদের
কেবল আমারই জন্য নেই কোনো সময় তোমার
পৃথিবীর এতো ব্যস্ত মানুষ তুমি
যেনো তোমার মতো আর কেউ নেই এ ধরাধামে
থাকো তুমি ব্যস্ত
যতো খুশী ব্যস্ত থাকো তুমি
আমাকে নিয়ে ভাবার সময় কৈ তোমার?
ভাবতে হবে না আর আমাকে নিয়ে
দেখো তোমার ব্যস্ততায় কাজে আবার ব্যঘাত
ঘটে না যেনো
নিতে হবে না কোনো খবর আমার আর কোনো দিন
ভালো থেকো ঠিক তোমার মতো করে
পৃথিবীর হে ব্যস্ততম মানুষ
ভালো থেকো চিরকাল!