তোমার গানের মানে আমি ঠিকই বুঝেছিলাম
সাত সাগরের মাঝে কেনো তোমায় ছেড়ে দিলাম?
বুঝতে আমি পারিনি ঠিক কোথায় ছিলো ভুল?
ভুলের জন্যই সারাজীবন গুনছি তাই মাশুল।


তুমি আমার ঠিকই ছিলে আমিই ছিলাম ভুল
সেই ভুলেই গেলো আমার গেলো সকল কুল।
গেয়েছিলে কোকিল কন্ঠে সুরেলা সেই গান
সেই সুরেতে কাঁদে আজও কাঁদে আমার প্রাণ।


প্রিয় প্রিয় ব'লে যখন গাইলে তুমি গান
আর কোরোনা ছলনা ব'লে ধরলে সুরের তান।
ছলনা ঠিক করিনি আমি বুঝলে তুমি ভুল
সেই ভুলেরই মাশুল গুণে ছিঁড়ছি মাথার চুল।


তোমার একজন বন্ধু ছিলো আসলে নয় বন্ধু
তোমার আমার মাঝ বরাবর আঁকলো সুনীল সিন্ধু।
তোমার ভালো চায়নি কভু তাই সে ছিলো বাঁধা
বাঁধতে দেয়নি সুখের সংসার কাঁদছিলো তাই রাধা।


এ জীবনে একবার যদি করে কেহ ভুল
কাঁদতে কাঁদতে যায়রে জীবন পায়না খুঁজে কুল।
মন দিয়েছো একবার যারে সে মন ফিরে আর
আসবে না আর তোমার কাছে হলেও সিন্ধু পার।


ঘর সংসার করছো ঠিকই মন রয়েছে দূরে
মনের সাথে যুদ্ধ করে মরছো হৃদয় পুরে।