তোমরা গড়েছো আকাশে বাড়ি
আমরা রয়েছি নীচে
অথচ তোমাদের সম্মান ক'রে
আমরা রয়েছি পিছে।


তোমরা রয়েছো পাঁচ তলার
পরে বেধেছো সুখের ঘর
অথচ আমরা মাটিতে শুয়ে
করেছো আমাদের পর।


তোমরা পরছো দামী পোশাক
আর বিদেশি সুগন্ধি মেখে
অথচ আমাদের করছো ঘৃণা
জীর্ণ পোশাক দেখে।


নিত্য খাচ্ছো পোলাও বিরিয়ানি
আর বাকীটা দিচ্ছো ফেলে
অথচ আমাদের ক্ষুধার কারণে
পেটটা যাচ্ছে জ্ব'লে।


কতো খাবার দাও ডাস্টবিনে ফেলে
আর করো কতো অপচয়
অথচ আমাদের জান যায় চলে
বিশ্ব তাকিয়ে রয়।


দেখোনা তাকিয়ে আমাদের
তরে দিবানিশি আমরা খাই
অথচ আমরা তোমাদের কাছে
কুল কভু নাহি পাই।


তোমরা রয়েছো মহাসুখে
আর শান্তিতে রয়েছো ডুবে
অথচ তোমরা নিঃশ্বের ব্যাপারে
আজ ক্যানো রয়েছো চুপে।


খুলোনা তোমাদের মানবতার আঁখি
খুলোনা আমাদের তরে
খুলিয়া দেখোনা কিভাবে আমরা
খুশী রবো তোমাদের পরে।


তোমরা যে খাবার ফেলে দাও সুখে
আমাদের দিও তা খেতে
আমরা না হয় রহিবো বসে
নেবো সদা হাত পেতে।


তোমাদের একটু দয়ার কারণে
থাকবো আমরা সুখে
কাটাবো আমাদের দিবস-রজনী
কাটাবো মহাসুখে।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশ ও রচনাকাল
সময়ঃ ২৩-০০মিঃ
তারিখঃ২৬-০৬-২০২০ইং