চোখ থাকলেই যায়না পড়া
চোখের সকল ভাষা
পড়তে পারে সেই জনাই
থাকলে পড়ার আশা।


ভ্রুর মাঝে চোখের মনি
পলক মেলে দেখে
সুযোগ পেলে আপনা হতে
চুম্বক ছবি আঁকে।


হরেক রকম ভাষা চোখের
পড়তে কে-বা পারে
'চোখ আছে যার সে-ই
চোখের পাতা টিপে ধরে'।


চোখের ভাষা দারুণ কঠিন
পড়া সহজ নয়
জীবনানন্দ কাব্য করে
করলো বিশ্ব জয়।


চোখ যদি হয় তীক্ষ্ণ আহা
নেই যে তাহার জুড়ি
এমনতরো চোখ পেলে সব
আকাশে যায় উড়ি।