কথা বলো, কথা বলো, ব'লে-ই যাচ্ছো
আমি তো শুনতে-ই পাচ্ছি
এ মুহূর্তে আমি তো কথা ব'লে ই
যাচ্চি
শুনতে পাচ্ছো না? টের পাচ্ছো না তুমি?


প্রতিদিন তো আমরা কথা বলি
গল্প করি
পাখিদের প্রেমালাপ শুনি
হঠাৎ করে তাদের চলে যাবার দৃশ্য ও
অবলোকন করি
ঝরা পাতার কান্না শুনে নীরবে অশ্রু ফেলি
ঐ দূর সীমান্তের দিকে ছুটে চলা গাড়ির
গতিসীমা নির্ধারণ করি
পাখনা মেলে চিলের বিমানের মতো
আকাশে
হেলেদুলে উড়ে বেড়ানোর দৃশ্য দেখি


আজ না হয় কথা থাক
মুখের কথা সব আজ বাদ যাক


তবুও এসো আমরা কথা বলি
সে আবার কি রকম কথা?
হা ঠিকই বলেছো


এসো দু'জন মুখোমুখি বসি
দু'জন দু'জনের হাত ধরি
দু'জন দু'জনের চোখের দিকে নিষ্পলক
তাকিয়ে থাকি
দেখো আমরা কতো কথা বলতে
পারি!
এতো কথা পৃথিবীর আর কে বলতে
পারে বলো?


চোখে চোখে আমাদের এতো কথা হবে
যা মুখে ব'লে
কোনোদিন ও শেষ করা যাবে না
দু’জোড়া চোখের মাঝেই লুকিয়ে আছে
পৃথিবীর হাজার বছরের না ফুরানো সব
প্রেম
সকল প্রেমিক-প্রেমিকার স্তুতি, জয়গান
চোখের মতো এতো প্রেম এ পৃথিবীর আর
কে জানে বলো?


প্রেম ভালোবাসার
মন কেড়ে নেবার
রাতে ঘুম হারাবার
প্রথম কথাতো এই চোখের মাধ্যমে-ই
হয়
চোখ-ই তো প্রথম কথা বলে
তারপর কেউবা সুখ আবার কেউবা ভাসে
দুখ সাগরে


চোখ যতো কথা বলে
মুখ তা পারেনা
তার সামান্য ও পারে কি কখনো!
চোখের প্রেমের সাথে
মুখের প্রেমের কোনো তুলনা হয় কি!
চোখের কথায়ই খুঁজে পাওয়া যায় প্রিয়া কে
চোখের কথায়ই পাওয়া যায় প্রেমিক পুরুষকে
তাই এসো আজ কোনো কথা না
শুধু চোখে চোখেই কথা বলি দু'জনা
এরচেয়ে বড়ো কথা আছে নেই জানা