ওকি গাড়িয়াল ভাই বলে যখন ধরলো মধুর সুর
হ্যাচকা টানে দুষ্ট বলদ ছুটলো বহুদূর
দৌড়ে ছুটে ধরে তারে আবার দিলো জুড়ে
করলো টানা গাড়ী আবার করলো আগের সুরে ।


ছাউনি দেয়া গোরুর গাড়ীর ছায়াতলে বসে
পান সুপারী খেতো মায়ে শালিক যেতো হেসে
বলতো মায়ে শক্ত করে রাখিও মোরে ধরে
নইলে কিন্তু যাবো আমি গাড়ীর থেকে পড়ে ।


গোরুর গাড়ী করে মোরা পৌঁছে মামাবাড়ি
দেখতাম সবাই আনন্দেতে যাচ্ছে গড়াগড়ি
মামী আমার বেজায় খুশি হাঁসটা হাতে তার
শেষ যে তাহার হয় না খুশি আনন্দেতে আর ।


মা মামীর অনেক কথা হয় না বুঝি শেষ
মামা বলে আমায় ছেড়ে তোমরা আছো বেশ
কথা বলো গল্প করো দোসতো কিছু নাই
হাঁসটা তবে জবাই করো রাতেই খেতে চাই ।


মামী বলেন আজ রাতে নয় কালকে খেও হাস
তোমার দেখি সয় না দেরি তাড়াও বারো মাস
গল্পে মেতে থাকার শেষে রাতটা যখন গুরু
সদলবলে যেতাম বসে খাওয়া হতো শুরু ।


লাউয়ের সাথে শোল মাছ আর সঙ্গে কৈয়ের ঝোল
বলতো মামা খেও কিন্তু আরও মুরগীর ঝোল
বড়শী দিয়ে ধরতে পুঁটি সকাল সকাল যাবো
আনবো ধরে খালোই ভরে মজা করে খাবো ।


.....................................চলবে


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগজ্ঞ


প্রকাশকালঃ
সময়ঃ২২-৫০মিঃ
তারিখঃ০২-০৮-২০২০ ইংরেজী