খাওয়া দাওয়া ভোজনে সব
পড়ে যেতো ধুম
বানাতো সব পিঠা পুলি
নাইকো কারো ঘুম


বর্ষা কালে তালের পিঠা
মজা তালের বড়া
করতো সকল খালা মামী
জেগে উঠতো পাড়া


গরম গরম তালের পিঠা
সঙ্গে গরম বড়া
মজা করে খেতাম সবাই
কাটতো নানী ছড়া


আম কাঠাল আর মুড়ি মোয়া
চিড়ে নারকেল গুড়
আনতো কিনে মামা আমার
ধরতো গানের সুর


জোছনা রাতে মাদুর পেতে
গল্প শোনার জন্য
থাকতাম চেয়ে পথ পানে
টোনা মামার জন্য


টোনা মামা আসতো রাতে
সঙ্গে বাঁশের বাঁশী
বাজাতো সে মধুর সুরে
মোদের ভালোবাসি


অনেক গল্পের মজুত মামার
করতো মজা করে
গল্পের তরে হারিয়ে যেতাম
আনন্দেতে মরে


রাত জেগে গল্প করে
দিতো মজা খুব
দিনের বেলা আমরা সবাই
ঘুমে দিতাম ডুব


মামার সাথে খালে বিলে
নৌকা করে কতো
তুলে আনতাম শাপলা শালুক
ভরে শতো শতো


দুপুর বেলা মামার সাথে
গোসল করতে নেমে
ডুব সাতারে হারিয়ে যেতাম
মামার পানে চেয়ে


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ    
প্রকাশকালঃ
সময়ঃ ১১-০৯ মিঃ
তারিখঃ ৩০-০৭-২০২০ ইংরেজি