বলতাম মামা মোদের সাথে গাড়িয়াল ভাই ও যাবে
সঙ্গে গেলে গাড়িয়াল ভাইয়ে অনেক মজা হবে
ছইওয়ালা গোরুর গাড়ী রেখে উঠোন পাশে
থাকতো শুয়ে গাড়িয়াল ভাই চাঁদের সঙ্গে হেসে


জোছনা রাতে মনের সুখে গাইতো ভাইয়া গান
আমরা সবাই দৌড়ে ছুটে ধরতাম সুরের তান
মামী আমার মায়ের সাথে কতো কথা বলতো
এদিক নানী গোস্যা করে গাল ফুলাতো শতো


নানীর গালে চুমু খেয়ে জড়িয়ে ধরে মায়
বলতো মায়ে তুমি আমার জীবন মরন হায়
প্রতিবেশী খালা মামী একসাথে সব মিলি
সারা রাত্রি জেগে জেগে করতো পিঠা পুলি


পান পিঠা ভাজা পিঠা কুলি পিঠা সব
চিতৈ পিঠা রসের পিঠা করতো কলরব
শীতকালীন পিঠা পুলির হাজার রকম ফুল
ফুটতো মামীর ফুল বাগানে হয়ে কানের দুল


ভোরবেলা খেজুর তলা রস খাবার জন্য
যেতাম ছুটে গাছীর কাছে গাছী হতো ধন্য
গাছী মামা বলতো ভাগ্নে কালকে ঘুরে যেও
খেজুর রসের হাড়ী ধরে যতো খুশী খেও


খেজুর রসের পায়েস আর গুড়ের স্বাদের জাও
বলতো মামা এসো সবাই মজা করে খাও
সারি সারি বসে সকল ভাই বোনে মিলে
পুরোদমে ভরতাম উদর খেতাম সবই গিলে


.....................................চলবে


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকালঃ
সময়ঃ ০০-০৫মিঃ
তারিখঃ০৩-০৮-২০২০ইংরেজী