ছোট্টো বেলা মামাবাড়ি যেতাম আমি কতো
আসতো নিয়ে নৌকা মামা বোনের বাড়ি শতো
বাড়ির পাশে বিলের ঘাটে নৌকা রেখে মামা
আসতো নিয়ে পিঠা পুলি মাথায় করে ধামা।


মা যে তাহার ভাইকে পেয়ে কতো খুশী হতো
হরেক রকম রান্না করে মা যে তাকে দিতো
রাতের বেলা মামা আমার মায়ের সাথে কতো
করতো গল্প বাড়ির কথা করতো শতো শতো।


খুশীর তরে রাতে আমার ঘুম হতো না মোটে
বিকেল বেলা ছুটতে হবে মামাবাড়ির বাটে
দুপুর বেলা খাবার সময় রুই মাছের মাথা
তুলে দিতো মা যে আমার মামার পাতে যথা।


রাতের বেলা বলতো মামা ঘুমিয়ে পড়ো মামা
কালকে তুমি আমার সাথে মামাবাড়ি যাবা
বিকেল বেলা ছুটতো তরী মামাবাড়ির দেশে
রাতের বেলা পৌঁছে যেতাম মামাবাড়ি শেষে।


চলবে.............................................


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকাল
সময়ঃ০০-০৯মিঃ
তারিখঃ ২১-০৭-২০২০ইংরেজী