লাফিয়ে তারা উঠতো নৌকায় থাকতো কিছুক্ষণ
লাফিয়ে আবার পড়তো জলে উঠতো দুলে মন
মামা আমার টানতো বিড়ি খেতো মিষ্টি পান
চলতো নৌকা তিরতিরিয়ে ধরতো মামা গান।


জমাজমির হিসাব সহ দেনা পাওনা নিয়ে
ভাই বোনে করতো আলাপ বাটা বন্টন নিয়ে
জমাজমি ফসলের হিসাব তুললে মামার মন
হতো ভারী খারাপ তখন বিষাদে কিছুক্ষণ ।


কুলুকুলু ধ্বনি রবে চলতো নৌকা ধেয়ে
মা মামা গল্পে মত্ত আমরা থাকতাম চেয়ে
পথিমধ্যে জেলের সাথে বলতো মামা কথা
মাছের দামটা কতো তোমার মূল্য দেবো যথা ।


পুঁটি শিং কৈ মাগুর আর ছোটো ছোটো মাছ
নৌকা ভরে নিয়ে মামা ছুটতো বাড়ির পাছ
বলতো মায়ে কিনছো ক্যানো ভাইয়া এতো মাছ
অল্প ক'দিন থাকবো আমরা তোমার বাড়ির পাছ।


.................. .........................চলবে


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকাল
সময়ঃ০৭-০৭ মিঃ
তারিখঃ২৫-০৭-২০২০ ইংরেজি