পৃথিবীর সব রসায়ন কে পরাভূত ক'রে
তরতাজা এক চুম্বক হয়ে দাঁড়িয়ে আছো তুমি
কি অপূর্ব মহি রূপ তোমার
দুই মেরুকে একাত্ম ক'রে গড়ে তুলেছো
ভয়ংকর তেজোদ্দীপ্ত স্রোতস্বিনী তটিণী এক
তোমার দিকে ফিরে তাকালে কেউ একবার
চুম্বকের কঠিণ দাঁড়ে বাঁধা পড়ে যাবে
আটকে যাবে সে আকর্ষণে চিরতরে


তোমার চোখ নাক মুখ চুল নিতম্ব আর আঙ্গুল
সবই এক অদ্ভুত স্বয়ংক্রিয় চুম্বক
তোমার আকাশটাও বেশ বড়ো
খোলা আকাশের চেয়ে ও অনেক বৃহৎ
অনেক বেশী সুন্দর ও লাবন্যময়ী


পাড়ার সব তরুণ যুবকের বুকে শত সহস্রবার
আঘাত হেনেছে তুমি
স্বীয় গোলাবর্ষণে ঝাঁঝরা করেছো
বিদীর্ণ করেছো তাদের বুক নির্বিকারে
আধুনিক সব মারণাস্ত্র পরাস্ত আজ তোমার  কাছে 


একবার তোমার চোখে চোখ পড়লে কারো
ফিরতে সে পারবে না আর কখনো
তখন কি হবে তাহলে?
সে কথা না হয়
তুমিই খুলে বলো


চুম্বকের দুই মেরুর শক্তির কাছে হাগড়ার মতো
আটকে গিয়ে
কেঁদে মরে আজ পাড়ার সকল যুবক
টেনে নিয়ে যায় তাদেরকে ঠিক বিদ্যুৎ তরঙ্গের মতো


কোথায়?
কোথায় আজ সে তরুণ যুবক ছেলেরা?
তাদেরকে দেখাও কেনো আজ
ফেরিওয়ালার মতো তোমার চরম অবহেলা?