ভালো মন্দ মিলে সবার
পৃথিবীতে বাস
মন্দ যদি হয় বেশী তো
সবার সর্বনাশ।


সুধী যারা সভ্য যারা
গুণী যারা আছে
ভালো মন্দ খারাপ তাদের
দেখার সুযোগ আছে।


খারাপ লোকে খারাপ কাজে
লিপ্ত থাকে সদা
কিন্তু তাদের দেখার জন্য
চোখ্খে কেনো ধাঁধা।


খারাপ কর্মের জন্য কভু
হয় না কোনো ক্ষয়
ধ্বংস যদি হয় গো সমাজ
চুপ থাকাতেই হয়।


খারাপ লোকের বিরুদ্ধে কিছু
না করলে জেনো
এ পৃথিবী ধ্বংস হবে
ধ্বংস হবে মেনো।


খারাপ লোকের খারাপ কর্মে
চুপ করে রয় যারা
এ সমাজের ধ্বংস হয়
শুধুই তাদের দ্বারা ।


খারাপ কর্মের লোকটা কে
দিতে হবে বাঁধা
কৃতকর্মের জন্য তাকে
পেতে হবে সাজা।


ক্রিমিনালদের প্রতিরোধে
এগিয়ে আসুন সবে
নইলে সমাজ ধ্বংস হবে
ধ্বংস হবে ভবে।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশ কাল
সময়ঃ১২-২১মিঃ
তারিখঃ১২-০৭-২০২০ ইংরেজি