ও দাদা ভাই আমায় নিয়ে
একটু হাটে চলো
হাটের বেলা যায় যে চলে
কখন যাবে বলো?


তোমার সাথে হাটে যাবো
অনেক দিনের আশা
যাওনা নিয়ে হাটে আমায়
পুরাও মনের আশা।


দাদা বলে চল্ রে পোতা
হাটে দু ভাই যাই
মাছ মাংস সদাই করে
মিষ্টি মিঠাই খাই।


পান সুপারী কিনতে হবে
তোর দাদীর জন্য
সাথে খাবো আমিও তার
হবে না যে ভিন্ন।


জিলাপি আর মন্ডা মিঠাই
কিনে দাদু শেষে
খাইয়ে মোরে রসগোল্লা
আনন্দে যায় ভেসে।


ও দাদা ভাই চেয়ে দ্যাখো
হাজার হাজার লোক
ক্যামন করে ঘুরবো হাটে
নাই কোনো সুযোগ।


রাতের বেলা হাটের মানুষ
কোথায় তারা শোবে
শোবার সময় এতো মানুষ
কোথায় বালিশ পাবে?


দাদা আমার কয় যে হেসে
ওরে বোকা ভাই
ক্যামন করে বুঝাই তোরে
আমার বুদ্ধি নাই।


একটু পরে হাটুরেরা
সবাই বাড়ি যাবে
বাড়ি গিয়ে যে যার মতো
বালিশ নিয়ে শোবে।


তাড়াতাড়ি চল্ বাড়ি যাই
রাত হয়েছে বেশী
মিষ্টি মন্ডা পেয়ে দাদী
হবে বেজায় খুশী।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগজ্ঞ


প্রকাশকাল-
সময়ঃ ০০-৪৮ মিনিট
তারিখ-
বাংলাঃ ২৮ পৌষ ১৪২৭
ইংরেজীঃ ১২-০১-২০২১