বাহারি রং মেলে হাজির হয় দিন
সূর্য তার কিরণ ঢেলে অকাতরে আপন ক'রে নেয় বসুন্ধরাকে
শুরু হয় পাখির গুনগুন গাছের ডালে ডালে
কামারের হাতুড়ি পেটা চলে হরদম তালে তালে
বালিকার শামুক তুলে বাড়ি ফেরা
গৃহিণীর চালের কুড়ো ঝাড়া
ভ্যান চালকের কষ্টকর ছুটে চলা
নারী শ্রমিকের ঘর্মাক্ত কলেবরে পাথর ভাঙা
ঝাঁকে ঝাঁকে পাখির উড়ে যাওয়া
গামছায় পাগড়ি বেঁধে কৃষকের মাঠে যাওয়া
বাস ট্রাকের সাইরেন, হুইসেলের কানফাটা আওয়াজে অসহনীয়
সময় পার করা
চাকরি জীবনের হিসেবের খাতা খুলে টুকিটাকি ঠিক করা
এভাবেই ক্ষণ, মূহুর্তও সময় চ'লে যায় সবার,চ'লে যায় দিন
কিন্তু দিনশেষে রয়ে যায় শুধু-ই কবিতা, একমাত্র কবিতা  
কবিতায় ফিরে পায় ফেলা আসা সময়ের আনন্দের বীণ