একদিন একবার, দেখা হয়েছিলো
তোমার সনে
বসন্ত বরণ অনুষ্ঠানে
রমনার বটমূলে
জমকালো আয়োজনের তারকা শিল্পীদের
ভিড়ে
কথা হয়েছিলো শুধু তোমার সাথে
তোমার সনে
ক্ষণিকের তরে
দু'জন দু'জনের হৃদয়
ভরে


বলেছিলে তুমি দেখা হবে আবার
আগামীতে যেকোনো সময়
যেকোনো জায়গায়
বিকেল পাঁচটায়
হয়তো বা ডাচ
কিম্বা টিএসসির এক জায়গায়
হয়তো-বা ধানের ক্ষেতে 
কিম্বা ব্যস্ততাহীন কুয়াশার
কোনো এক রাতে


তারপর কেটে গেলো,কেটে গেলো
কতো রাত, কতো দিন
কতো অমাবস্যার রাত পার হয়ে গেলো


আকাশ থেকে ঝরে পড়লো
খসে পড়লো হাজার তারা
থেমে গেলো নদীর গতিধারা


আবার দেখা হবে,তোমার আমার
প্রতিশ্রুতির ঘরে
হয়তো কৃষাণীর ধান ছড়ানোর পাশে
কার্তিকের মাসে
হয়তো তখন সন্ধ্যার হাস মুরগী ঘরে ফেরে
তোমার আমার দেখা'র রোমান্টিকতা ভরে


হয়তো তখন থাকবে না কোথাও কোনো কোলাহল
হয়তো বা থেমে যাবে জেলেদের মাছ ধরার যন্ত্র অবিকল


আমাদের সময় গিয়েছে চলে
তোমার আমার আবার দেখা হবে বলে
আকষ্মিক যদি আবার দেখা হয় মেঠো ফুল
কুড়ানোর ছলে
নারকেল গাছের মাথার ওপরে
হয়তো চাঁদ উঁকি দেবে তোমারে আমারে


সময়ের দাঁড়িপাল্লায় হয়তো ফুরাবে জীবন
তোমার আমার
তবুও আশা রাখি বুকে, যদি কভু দেখা হয় এ জীবনে
তোমার আমার
এমনি করে তোমার আমার
কেটে গেলো হাজার বছর
তবুও আর আসলো না ফিরে
সেই মধু ক্ষণ
তোমাকে আমাকে ঘিরে


আসলো না সেই দেখা হবার দিন
ডাচ প্রাঙ্গণে
কিম্বা কার্তিকের বনে
তোমাকে আর
আমাকে ঘিরে!