রাগারাগি জেদাজেদি হয়রে সবার মাঝে
তাই ব'লে কি মা-বাবার ডিভোর্স দেয়া সাজে?
ঝগড়াঝাটি মারামারি এই জীবনের ই অংশ
একটু খানি রাগের জন্য হায়রে জীবন ধ্বংস।


রাগের চোটে গজগজ করে ধৈর্য নাইরে কারো
কথার পাল্টা কথা ব'লে যুদ্ধে জড়ায় আরো
হার মানেনা কেউ কারোর জিততে সবাই চায়
জিতার তরে সোনার সংসার ঠিকই ভেঙে যায়।


ডিভোর্স শেষে স্বামী স্ত্রী দু'জনই যায় হেরে
হারে তাদের পেটের সন্তান হারে জনম ভ'রে।
ডিভোর্স যদি দিতেই হয় সন্তান হওয়ার আগে
ডিভোর্স দিয়ে পড়ুন কেটে সবার আগে ভাগে।