মনে আছে খেলার ছলে পুকুরে ডুব দিতাম
ডুব সাঁতারে এপার থেকে ওপারে ভাসতাম
ডুবে ডুবে জলের নীচে হোতো অনেক কথা
ফুরিয়ে যেতো কথার ছলে মনের সকল ব্যাথা
দিনে দিনে প্রতিদিনে বাড়লো ঋণের বোঝা
শোধাবো ঋণ কেমন ক'রে ভাবতে থাকি সোজা
পাখি আমার উঠলো বেড়ে শরীর ও গতরে, আহা
পাখির জন্য ভিড়লো তরী কালিকট বন্দরে
জল সাঁতারে কাটছিল বেশ সোনালী সেই দিন
একদিন দেখি হঠাৎ করে বাজলো দুখের বীণ
আচমকা এক ঝড়ে আমার ভাঙলো সুখের নীড়
দুঃখ কষ্টের ডালপালা সব করলো এসে ভীড়
কোথায় গেলো পাখি আমার কোথায় নষ্ট নীড়
আজকে দেখি বক্ষে আমার রক্ত মাখা তীর