২০২২ এর কড়া মিঠে রোদ এখনো মিলিয়ে যায়নি
পৌষের চিরকেলে কনকনে ঠান্ডা শীত এখনো
বুক মেলে সাতার কাটে নি
মাত্র একটা সংখ্যা ধরিয়ে দিয়ে
প্রকৃতি কেড়ে নিয়ে গ্যালো আরো একটা বর্ষ
২২ এর শেষ ২ স্থলে ৩ বসিয়ে দিয়ে
হাসি কান্নার
আরো একটা বছর খসিয়ে নিলো জীবন থেকে
এখনো আমন ধানের গন্ধ নাকের ফুল হয়ে
দেখা দ্যায় নি
অনেক কিছু ই বাকী এখনো
ঢের বাকি একেবারে ই বাকি রয়ে গ্যালো
তবুও ২০২২ খুব আয়েশ করেই পৌঁছে দিয়ে গ্যালো
২০২৩ এর কাছে
এতোটুকু কষ্ট হয়নি তার
আর অকষ্মাৎই হারিয়ে গ্যালো ২০২২
হারিয়ে গ্যালো ঠিক চিরতরে
আমাদের কাছ থেকে
আসবে না ফিরে আর কোনোদিন
কতো ব্যথা বেদনা সুখ দুঃখ পথ শিশুর কান্না
ডুমুর ফুল কদম ফুল ধানের গন্ধ
জেলের মাছ ধরার দৃশ্য
হুইসেল বাজিয়ে রেলগাড়ীর দ্রুত গতির পথচলা
সবই দিয়ে গ্যালো ২০২২
পৌঁছে দিয়ে গ্যালো আমাদের ২০২৩ এর কাছে
শুধু দিয়ে গ্যালো না পথশিশুর জন্য শীত বস্ত্র
তবুও ২০২৩ কে ব'য়ে নিয়ে যেতে হবে ২০২৪ এর কাছে
এ দায় এখন শুধু ই আমাদের