এতো প'ড়ে করবি কি তুই
         আয়না আমরা মিছিল করি
রাজনীতি আর মিছিল ছাড়া
         দেশকে আমরা কেমনে গড়ি?


দেশ বাঁচাতে দেশকে গড়তে
         রাজনীতির যে বিকল্প নাই
পড়াশোনার পাশাপাশি
         রাজনীতিরও পাঠ শেখা চাই।
 
আজকে তোরা ছাত্র ভালো
         চাকরী ভালো পাবি ঠিকই
চাকরি বাকরি পাবার পরও
         ছুটবি তোরা আমার দিকই।


আজকে আমি রাজনীতিতে
         তোদের কাছে চক্ষুশূল
দেখবি একদিন লাগবে ভালো
        সেদিন তোদের ভাঙবে ভুল।


রাজনীতিতে আজকে আমি
         দেশের জন্য কাজ করি
শুনবো যেদিন মন্ত্রী হবো
         তোদের কথার ফুলঝুরি।


আজকে যেমন আমার কথায়
        মিছিল করতে আসিস রোজ
কালকে আমার ক্ষমতা দেখে
        ঠিকই আমার রাখবি খোঁজ।


হতে ও পারে এমন কিছু
        থাকবো আমি মন্ত্রী তোর
তুই হবি গো সেক্রেটারি
       থাকবি নীচে জীবনভর।


পোস্টিং হলে খারাপ জায়গা
       দৌড়ে আসবি আমার কাছে
ভালো জায়গা পোস্টিং পেতে
       ঘুরবি আমার পিছে পিছে।


ডাক দিলে তুই মিছিল করিস
       আমার কথায় আজকে যেমন
সেদিন ও তুই শুনবি কথা
       ক্ষমতায় আমি থাকবো যখন।


তৃতীয় শ্রেণীর ছাত্ররা আজ
        দেশ চালাতে ব্যস্ত খুব
নিরাপদ এক জীবন নিয়ে
        ভালো ছাত্র দিচ্ছে ডুব।


আজকে যারা ছাত্র ভালো
        দেশের জন্য রাজনীতি
করতে হবে দায়িত্ব নিয়ে
        এটাই হবে মূলনীতি।


তৃতীয় শ্রেণীর ছাত্রের কাছে
        রাজনীতি ক্যান্ বন্দী আজ?
কাঁদছে কেনো কারাগারে
       নাই কি তোমার কোনো লাজ?