তুমি ভাবছো অনেক দূরে চলে গেছো নীলা? না একদম ই না
তুমি একটু ও দূরে যেতে পারোনি,তুমি যেতে পারোনা, তুমিতো
আমার কাছেই আছো
মিথ্যামিথ্যি কেনো ভাবছো যে দূরে চলে গেছো,ইচ্ছে করলেই
কি আর দূরে চলে যাওয়া যায়?
তুমি আমার কাছে আছো বলেইতো তোমার জন্য বেছে বেছে
তোমার পছন্দের পোশাক কিনি,তোমার পছন্দের পারফিউম
তোমার পছন্দের খাবার,সবই আমি তোমার জন্য কিনে আনি


এইতো আমি দেখতে পাচ্ছি, তুমি আমার সামনে বসে মাছ
কাটছো, তরকারি কাটছো,বাটনা বাটছো,রান্না করছো,টেবিলে
খাবার দিয়ে আমাকে ডাকছো কৈ খেতে এসো
এসবতো তুমি আমার কাছে আছো বলেই করছো, ইচ্ছে করলেই
কি আর দূরে থাকা যায়?
এই দেখো না বাস, ট্রেন, বিমান, যেমন ছুটে চলে তার গম্তব্যে
আবার ফিরে আসে তারা আপন ঠিকানায়


নদী-নালা,খাল-বিল,সাগর-সৈকত,সমুদ্র যেমন পানি ছাড়া
বাঁচতে পারে না,সারাদিন ইচ্ছেমতো আকাশে ওড়ার পরে
পাখীকে যেমন আপন নীড়ে ফিরে আসতে হয়,ঠিক তেমনি
তুমি যেখানেই থাকো না কেনো তুমি ঠিক আমার কাছেই
আছো
তোমার না থাকাটা জুড়ে অনেক বেশী বেশী করে আছো
তুমি আমার কেছে
এই যে তোমার থাকা ঠিক তুমি যখন আমার কাছে প্রকৃতই ছিলে
এ যেনো তার চেয়ে অনেক অনেক বেশী থাকা!