চারদিকে দুর্ভিক্ষ হাহাকার আর দীর্ঘশ্বাস
আকাশ বাতাস ভারী করেছে আজ চারধার
বৃদ্ধ বৃদ্ধা আর শিশুর গগনবিদারী চিৎকার
জড়পদার্থও কেঁদে মরে আজ বারবার


ঘরবাড়ি নিমেষেই ভেঙে পড়ছে তাসের ঘরের মতো
অন্ন নেই ওষুধ নেই চিকিৎসা নেই আজ আর কোনো
ডাক্তার চিকিৎসক নার্স কেউ নেই আজ আর ওখানে


মানবতার বুলি ভুলুন্ঠিত আজ পৃথিবীর বুকে
সকল ফিলিস্তিনি আজ কেঁদে মরে স্বীয় দুঃখে
এক টুকরো রুটির জন্য চিৎকার হাহাকার মারামারি দাঙ্গা
ছাই ভষ্ম আর অশ্রুজল একাত্ম হয়ে দাঁড়িয়ে আছে
আজ ফিলিস্তিনির চোখে
পশুর বুটের আঘাতে বুলেটের আঘাতে পিষ্ট আজ অনাথ শিশুর জীবন
নিভে গেছে জীবন প্রদীপ নিভে গেছে সূর্যের আলো
সকল ফিলিস্তিনির চুল্লীর আগুন আজ নিভে গেছে
ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছে মানবতা
কোথায় কোথায় আজ তাদের স্বাধীনতা?
কোথায় আজ তাদের সার্বভৌমত্বের অধিকার?


বিশ্ব বিবেকের অপমৃত্যু ঘটেছে আজ
হে বিশ্বকবিগন জেগে ওঠো
কলম হাতে সোচ্চার হও
দাঁড়াও এসে ফিলিস্তিনের মানুষের পাশে
জেগে ওঠো বিশ্বের সব নেতা
এক হও কথা বলো
ঝাপিয়ে পড়ো নরপশুদের ওপর
ঝাপিয়ে পড়ো ব্যঘ্র হুঙ্কারে
বন্ধ করো অসহায় অনাথ শিশুর আর্তনাদ
মুক্ত করো অসহায় ফিলিস্তিনিদের নিকৃষ্ট নপুংসকের হাত থেকে!


বিছিয়ে দাও গোলাপের পাপড়ি ফিলিস্তিনের রাজপথে
ফিরিয়ে দাও অসহায় শিশুকে তার মায়ের কোলে
আর নয় যুদ্ধ আর নয় ধ্বংস
আকাশ বাতাস আর চারপাশ মুক্ত হোক ঘুটঘুটে অন্ধকার থেকে
ফিরিয়ে দাও নতুন সূর্য ফিলিস্তিনের বুকে
শান্ত হোক স্নিগ্ধ হোক ফিলিস্তিনের পবিত্র মাটি আর মানুষ!