এসেই যখন পড়েছো তুমি যেওনা আর ফেলে
ঐ দেখোনা মৌমাছিরা ফুল বাগানে খেলে
এবার তোমায় রাখবো বেঁধে নুপুর দিয়ে পায়
দেখবো এবার কেমন করে বাঁধন খুলে যায়
বক্ষ জুড়ে থাকবে এবার হবে না আর ভুল
বলবে কথা অলিন্দ আর খোঁপায় বাঁধা চুল
কানে দেবো সোনার দুল আর গলে ফুলের মালা
আপন করে রাখবো ধ'রে মিটবে মনের জ্বালা
এবার বাঁধন শক্ত ভারি খুলবে না আর জেনো
অলিন্দের এ বাঁধন খোলা যায়না কভু মেনো
এবার তোমায় গোলাপ দেবো   থাকবে না আর কাটা
প্রেম সাগরে থাকবো ডুবে বলবো না আর টাটা
হাত ধরেছি শক্ত ক'রে ছাড়বো না আর আমি
ছুটতে গেলে কাঁদবো আমি কাঁদবে হৃদয় ভূমি