ঈদ এসেছে আজকে আবার আজকে সবার জন্য
কিন্তু কেউ বা নয়তো খুশী নয় তো কেউ বা ধন্য।
ভিন্ন রকম ঈদ যে এবার একটু সবার জন্য
বিশেষ করে গরীব দুখীর করোনার ই জন্য।


তবুও যে বছর শেষে আজকে খুশীর দিন
কষ্ট করে দুঃখ ভুলে একটু হেসে নিন।
খবর নেবেন প্রতিবেশীর রান্না হলো কি না
রান্না যদি না হয় তবে আপনি হবেন দি না।


নিজে হাসুন তাকেও হাসান হাসুন সবাই মিলে
এই হাসিতে ঝরুক খুশি ঝরুক সবার দিলে।
ধনী গরীব সবাই সমান ঈদের শিক্ষা তাই
একটু যেনো খেয়াল রাখি তাদের দিকে ভাই।  


ঘরে থাকুন সুস্থ থাকুন থাকুন সবাই মিলে
নইলে কিন্তু মরবো সবাই করোনা খাবে গিলে।
ঈদ মোবারক জানাই আমি জানাই সবার জন্য
আসরের সব কবি যতো সকল কবির জন্য ।