এবারের ঈদ অন্য রকম বাণের তোড়ে ভেসে
উঠলো শেষে জাগলো সবাই আনন্দেরই বেশে
কিনতে গোরু ছোটো বড়ো যাচ্ছে হাটে সবাই
কিনবে পশু আনবে বাড়ি করবে ঈদে জবাই।


কেউ বা ধরবে দড়ি আবার কেউ বা থাকবে পিছু
কেউ বা আবার পাশে থেকে সামলাবে সব কিছু
হেলেদুলে হাঁটছে আবার বলছে গোরুর যশ
কেমন আছো চাইলে জানতে বলছে এক লাখ দশ।


গৃহিণী আজ ব্যস্ত ভীষণ পিয়াজ মসলা বাটে
নতুন মেহমান বাড়িতে আজ আনন্দে রাত কাটে
দা ছুরি সব ধার দিয়েছে সবাই যার যার মতো
পশু জবাই করবে তারা তাদের ইচ্ছে মতো।


অনলাইনে গোরু কিনে অনলাইনে দাম
অনলাইনে কসাই কিনে করবে জবাই কাম
একশপ আর ই-ক্যাব আছে আছে বিক্রয় কম
বাসায় বসে দেখে গোরু কিনবে দামে কম।


ট্রেনের ছাদে লঞ্চের ছাদে বাসের ছাদে ক'রে
কষ্টে সৃষ্টে যাচ্ছে সবাই যাচ্ছে ঢাকা ছেড়ে
রাস্তা ঘাটের কষ্টের কথা বলবে গিয়ে মা-কে
সকল কষ্টের অবসান হবে বলার পরে তাকে।


মা থাকে ছেলে আবার বৌ স্বামীর জন্য
অপেক্ষাতে দিন চলে যায় কাটে নাযে দৈন্য
মা বলে ছেলেকে তার এতো দেরি হলো
দরোজার পাশে ঠাঁই দাঁড়িয়ে বৌযে এলোমেলো।


ঈদ মানে আনন্দ আর সেমাই পায়েস মাংস
ঈদ মানে নতুন পোশাক আনন্দের ই অংশ
ঈদ মানে বন্ধুর বাড়ি দাওয়াত খাবার দিন
ঈদ মানে গরীব দুঃখী সবার কাছে ঋণ।


বন্যার ফলে এবারের ঈদ নয়তো সবার জন্য
কষ্ট তাদের এখনো আছে আছে তাদের দৈন্য
তাদের জন্য করছে সরকার করছে সুধীজন
বন্যার্তরা দারুণ দুঃখী দুঃখী অনেক জন।