তুমি আমি আমরা দু'জন এখন থাকি এক শহরে
লাল লাল নীল বাতি জ্বলে তোমায় তবু দেখিনারে।
ভ্যান চ'লে যায় রিক্সা ডাকি কিছুই খুঁজে পাইনা আমি
তবুও ক্যান ডাকাডাকি যাই ক'রে যাই নিরবধি।


ঢাকা শহর অনেক বড়ো কেমন ক'রে পাবো খুঁজে
তোমার জন্য বাহন খুঁজি বাহন আছে চক্ষু বুজে।
অন্ধ হলাম খুঁজতে খুঁজতে পাইনা তবু তোমার দেখা
এক শহরে আমরা দু'জন তবুও ক্যান থাকি একা।


ঘুরে ঘুরে হয়রান হলাম গলির পথে একলা আমি
লুকিয়ে কেনো আছো এখন একটু দেখা দাওনা তুমি।
স্বপ্নের শহর রাজধানীতে কতোই ছবির আঁকাআঁকি
তোমার ছবি এই শহরে কেনো তবে আরনা দেখি।


এক শহরেই আমরা দু'জন তবুও ক্যান খুবই একা
দুই মেরুতে দু'জন থাকি কেমন ক'রে হবে দেখা?