জীবন সুন্দর
গাছপালা প্রকৃতি সুন্দর
আরও সুন্দর এ পৃথিবীর মানুষ
তারচেয়ে ও সুন্দর এ পৃথিবীতে আমাদের
বেঁচে থাকা


এই যে মহামারী প্রতিদিন নিধন করছে মানুষ
শুনছি মানুষের আহাজারি
কেড়ে নিচ্ছে
পিতা-পুত্র, মা-মেয়ে, শিশুর প্রাণ  নির্দয়ভাবে


লক্ষাধিক মানুষ প্রাণ হারালো
এক এক করে খালি হচ্ছে প্রতিবেশীর ঘর
এ মুহূর্তে


এই যে আমরা বুক ভরে শ্বাস নিচ্ছি
হাত-পা মেলে চলতে পারছি
মনের কথা খুলে বলতে পারছি
এসব তো শুধু বেঁচে আছি ব'লে ই
এটাই তো জীবনের সবচেয়ে বড়ো প্রাপ্তি


আর যারা চলে গেলো
চলে যাচ্ছে
দম ফুরিয়ে যাচ্ছে নিমেষেই
তাদের কথা ভাবুন
এ মুহূর্তে প্রিয়াসহ আপনজনদের নিয়ে
সুন্দর ভাবে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করতে পারা
বিধাতার সীমাহীন দান


ধন-দৌলত গাড়ি -বাড়ি কোনো কিছু-ই
কাজে আসছে না
চায়না কেউ এ মুহূর্তে এসব
শুধু চায় একটু শান্তিময় নির্বিঘ্ন শ্বাস নিতে
সুনির্মল বায়ুর শ্বাস
সতেজ সজীব পাতার বায়ু
যা মন-প্রাণ কে করবে আন্দোলিত


পুকুর ধারে বসে প্রিয়ার সাথে দক্ষিণা মলয়
সমীরণ গ্রহণ করতে চায় এ মন আজ
ঝিরিঝিরি শব্দ করে এসে ঢুকবে যে শ্বাস
হৃদয়ে, হৃদযন্ত্রে ও ফুসফুসে
সে শ্বাস হোক না ফুরানো শ্বাস
সারাজীবনেও না ফুরানো শ্বাস


শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পৃথিবীর আজ
পৃথিবীর মানুষ আজ শ্বাস নিতে চায়
এই শ্বাস নেয়ার মতো সুন্দর এ পৃথিবীতে
আর কি হতে পারে.!
যার মধ্যে আছে আমাদের বেঁচে থাকা
হাসি-আনন্দ
বিধাতা পৃথিবীর সব মানুষ কে একটু শ্বাস
নিতে দাও
একটু শ্বাস
বুক ভরে একটু শ্বাস
কোনোদিন ও না ফুরানো শ্বাস
এই শ্বাস-ই আজ পৃথিবীতে সবচেয়ে সুন্দর
এ সুন্দর পৃথিবীর সমস্ত রমনীর চেয়ে ও সুন্দর
পৃথিবীর সকল ফুলের চেয়েও সুন্দর