প্রকান্ড এক দাঁড় কাক হ'য়ে দাঁড়িয়ে
আমি আজ একা
ঠিক কৃষ্ণ কালো গুহার অন্ধকারের মতো
ফিরে যাবো আমি আবার
ফেলে আসা
আমার প্রিয় গ্রামের সবুজ ডাঙ্গায়
ফিরে যাবো আমার গ্রামের সকলের তরে
নির্বাক বিস্ময়ে তাকিয়ে রবো গাছপালা পশুপাখি
জীবজন্তু তৃণ লতার পানে।
দেখবো অবলোকন করবো
আমার প্রিয় গ্রামের সব মানুষ আর ঘরবাড়ি
দেখবো খড়ের পালা চড়ুই পাখির ঝাঁক
হয়তো দেখবোনা গরুর গাড়ি আর শুনবো না
গাড়োয়ানের মিষ্টি মধুর কোনো গান
দেখবো পঞ্চাশ বছর আগে ফেলে আসা গ্রামের
নিখুঁত চেহারার এক অদ্ভুত পরিবর্তন
হেটে যাবো তালগাছের সারির পাশ দিয়ে বয়ে যাওয়া
পথ ধ'রে যতোদূর চোখ যায়
দেখবো নির্জন ঘাষের ডগায় ফড়িং এর অবাধ সঙ্গম
দেখবো মাঠভরা শালিকের ওড়াউড়ি
শুনবো কিচির মিচির শব্দ কতিপয় শালিকের ঝগড়া
আর ছুটোছুটি দেখবো অবিকল
শতবর্ষী দু'একজন মানুষের সাথে কথা হবে
আমার খুব কম
বিশাল এক গহীন অন্ধকারে ডুবে যাবো আমি
তবুও ফিরে যাবো আমার প্রিয় গ্রাম আর
মানুষের কাছে
দেখবো একটানা ঝরে যাওয়া ঘনঘোর বরিষণ
বৃষ্টিকে ভালোবেসে
ফিরে যাবো আমার প্রিয় ছেলেবেলায়
হর হামেশাই পেয়ে যাবো কলমধরা বৃষ্টির সান্নিধ্য
আর ভালোবাসা
যেখানে হবে না কো শহরের
প্রকান্ড অট্টালিকা ঘরবাড়ি দোকানপাট
তার কোনোরূপ বাঁধা!