এ জীবনে অনেক কিছু
ফিরিয়ে আনা যায়
যদি সেটা আনার মতো
জিনিস কভু হয়।


জীবন চলার পথে একটু
ভেবে চলতে হয়
ভেবে চিন্তে চলতে পারলে
জীবন সুন্দর হয়।


থুথু খুব ই হালকা জিনিস
মুখের মধ্যে রয়
ফেলে দিতে হয় না দেরী
ইচ্ছে যদি হয়।


থুথু যদি বের হয়ে যায়
মুখ থেকে একবার
ফেরে না সে মুখে কভু
তুললে হাজার বার।


কথা বলার সময় হলে
ভাবো হাজার বার
বেহিসেবী কথা বলে
ফেঁসো না বারবার।


মুখের কথা অনেক দামী
রাখতে হবে ধ্যানে
ভুল যেনো হয় না কভু
রেখো সবাই মনে।


মুখের কথা একবার যদি
বের হয়ে যায়
ফিরবে না আর মুখে কভু
বাঁধলে শিকল পায়।


এ জীবনে অনেক কিছু
ফিরে পাওয়া যায়
যদি থাকে সাধ্যের মধ্যে
পাওয়ার মতো হয়।


এ জীবনে সময় বড়ো
বড়ো ই মূল্যবান
সময় ছাড়া হয় না কিছু
সময় মহীয়ান।


হারিয়ে ফেলা পথ হয়তো
আবার খুঁজে পাবে
ফেলে আসা সময় কভু
আর না তোমার হবে।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশ কাল
সময়ঃ১০-৩৫মিঃ
তারিখঃ০৮-০৭-২০২০ইং