কেমন আছো নীলা? শুনতে পাচ্ছো তুমি আমাকে?
ঝাউবনে বসে কতো কথাই না বলতাম
তোমার চোখের দিকে তাকিয়ে থাকলেই তুমি বুঝতে আমার
সব কথা
মুখ ফুটে কিছু বলতে হতো না তোমাকে,সবই বুঝতে তুমি
শুধু তাকিয়ে থাকলেই কতো কথা বলা হয়ে যেতো
বলা হয়ে যেতো না বলা সব কথা, কি খেয়েছি রাতে ঘুম
কেমন হয়েছে, কি সুগন্ধি ব্যবহার করেছি,আমার সবকিছু
আমি ডাকছি তোমাকে, তুমি ভাবছো যে তুমি শুনছো না  
আমি কিন্তু ঠিকই জানি যে তুমি শুনছো আমাকে, যতোই তুমি
মনে করো যে তুমি শুনছো না, তুমি কিন্তু আমার সব কথাই
শুনছো, ঠিকই শুনছো
তোমার দুঃখ-কষ্ট, ব্যাথা-বেদনার অনুরনন সবই শুনতে পাচ্ছি
আমি
নিদ্রাহীন রাত, তোমার চোখের নীচে কালি,দীর্ঘশ্বাস,হাহাকার
শূন্যতা  
বিছানার এককোনে আড়মোড়া হয়ে এতিমের মতো শুয়ে থাকা
সবই দেখতে পাচ্ছি আমি
আজ তুমি কষ্টের সাগরে ভেসে যাচ্ছো গম্তব্যহীন ঠিকানায়
অথচ তুচ্ছ কারণে সেদিন চ'লে গেলে আমাকে ফেলে
ফিরে এসো নীলা, যেদিন যখন খুশী
তোমায় যে আমি অনেক ভালোবাসি!