সামান্য এক ঘোড়া আমি থাকি তোমার বাড়ি
তুমি আমার মালিক প্রভু কেমনে তোমায় ছাড়ি?
টানছি গাড়ি ঘুরছি আমি করবো না তো কইনি
তবে মালিক আমার সাথে আচার কেনো বৈরী?


গাড়ি টানি মানুষ টানি দুঃখ কিছুই নাই
তবে কেনো নাকের ভিতর রশি ঢোকাও ভাই?
মানুষ হয়ে পশুর ওপর একটু দয়া নাই
নাকে রশি গলায় দড়ি কেমনে কোথা যাই?


সার্বক্ষণিক রশি নাকে ব্রেক যখন মারো
জান ধরে দেয় টান আমার ভাবতে কিছু পারো?
দ্রুত যখন টানি গাড়ি হ্যাচকা মারো টান
ঐ টানেতে বেরিয়ে যায় অবলার এ প্রাণ।


নাকের ভিতর ঢুকাও রশি কষ্ট কি তা জানো?
জানলে তুমি কষ্ট আমার কেমনে আঘাত হানো?
সৃষ্টির সেরা মানুষ তুমি এমন অত্যাচার
কেমনে করো পশুর ওপর এই কি সমাচার?


বলতে যদি পারতাম আমি আমার নাকে ঘা
সাথে সাথে খুলতে রশি আর ঢুকাতে না।
আজকে তোমার ভাষা আছে আছে সাথে মুখ
মানুষ হ'য়ে বুঝলে নারে পশুর কতো দুখ্।


মুখ আছে ভাষা নাই আজকে আমি ঘোড়া
রোজহাসরে ঠিকি পাবি শাস্তি সবাই তোরা।
ভাষাহীনের এমন কষ্ট বুঝার কেহ নাই
ইচ্ছে করে এ পৃথিবী এখনি ছেড়ে যাই।