নক্ষত্রপূঞ্জের নীচে প্রতীক্ষারত আমি
অন্ধকার গুহার গভীরতম অন্ধকার গিলে খাবো আমি
একেবারে দিগ দিগন্ত জুড়ে
ঠিক শরবতের মতো
সমুদ্রের ঢেউয়ের মতো
তাল রসের মতো
সবকিছু গিলে খাবো আমি
শুধু ই আমি খাবো গিলে
গিলে খাবো এ পৃথিবীর সব যা কিছু আছে
শুধুই গিলে খাবো একাকী আমি
আর চেয়ে রবে বাকী সব নীরব নিস্তব্ধ হ'য়ে
শুধুই আমার দিকে