নক্ষত্রগুলো
আকাশে জ্বলজ্বল করে যাচ্ছে জ্বলে
গাছ পালা প্রকৃতি হাসছে যে যার মতোন ধরাতলে
পাখিরা ফিরে যাচ্ছে নীড়ে
গান গেয়ে আপন মনে
নদীর কুলকুল ধ্বনি গানের সুরে
বাজছে বালিকার মনে
মেঘেরা উড়ে যাচ্ছে সদলবলে
দিগন্তের লালশালুর কাছে
হিজলে ডানা ঝাপটায় না সাঁজের মাছরাঙা
উড়ে যায় চিল ঐ দূর কুয়াশার প্রান্তরের দিকে
গোধুলী বেলায় হাসপাতালে শুয়ে ছটফট করে না এ মন
কাতরায় না এ দেহ আহত কালশিটে চাদরে
অঙ্ক মেলেনি কভু,মিলবে ও না
তবুও গণিতজ্ঞরা হাসছে জোরে
হাসছে তাস ছুড়ে ছুড়ে