অনিন্দ্য সুন্দর মেঠোপথের
সুমিষ্ট সুরের গান
গোধুলিতে যায় না শোনা
ভরদুপুরে তান।


এমন সময় আসবে যবে
বাংলাদেশে আর
থাকবে না আর অবশিষ্ট
গরুর গাড়ি আর।


তখন হবে ইতিহাস আর
শুধু ই ইতিহাস
নাম শুনে সব ছেলেমেয়ে
করবে উপহাস।


থেকে যাবে অচেনা আর
অজানা সব গল্প
কলমের ডগায় থাকবে কবির
দাদা দাদীর অল্প।


গ্রামের পথে গরুর গাড়ি
এখন নাহি আর
বাস্তব ছিলো যা একদিন
এখন দ্যাখা ভার।


বাড়ির শোভা কৃষকের
ছিলো গরুর গাড়ি
আধুনিকতার ছোয়া আহা
নিলো সবই কাড়ি।


চিরস্থায়ী নয়রে কিছু
পৃথিবীতে হায়
পরিবর্তনের বয় রে হাওয়া
যুগের চাহিদায়।


তারপরে ও ভাবতে গেলে
কষ্ট লাগে খুব
কেমন করে কইব কারে
মনে ভারী দুঃখ্।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকালঃ
সময়ঃ ১৬-২১ মিনিট
তারিখঃ
ইংরেজি# ১৯-১২-২০২০
বাংলা# ৪ পৌষ ১৪২৭