কোথায় পাবো কেমন ক'রে হারানো সেই মন
থেমে গেলো ফোটার আগেই কুড়ির আলাপন
নদীর জলে ঢেউ ছিলো ঢেউ এ ছিলো পানি
প্রিয়া আমার হারিয়ে গেলো এটাই শুধু জানি।


ভুলের মাশুল দিতে দিতে জীবন আমার শেষ
হয়তো তুমি সুখে আছো ভালোই আছো বেশ
যে মন সেদিন পালিয়ে গেলো পেলাম তারে খুঁজে
প্রেম যে আমার খাঁটি ছিলো বুঝলাম আজি নিজে।


সেদিনের সেই ভুলে আমার জীবন ঝালাপালা
কেমন ক'রে ভুলবো বলো প্রেম বিরহের জ্বালা
প্রেমের অনল যায়না দেখা পুড়ায় প্রতিক্ষণে
কেউ দেখেনা পুড়ছে কেমন প্রেমিক সখিগনে।

ভুল ত্রুটি ভুলে সবাই প্রেমের তরী বাও
দেখবে তীরে পৌঁছে গেছে ভাঙ্গা তরী নাও
ছোটো ছোটো ত্রুটিগুলো হালকা করে দেখো
পাড়ি দেবে সপ্ত-সাগর স্বপ্নে ছবি আঁকো।