হিজলতলীর ঘাটে আজও
অবহেলায় পড়ে আছে খসে পড়া ডিঙি
যত্ন নেবার কেউ নেই তার বুঝি
তক্তাগুলো একটা একটা করে খয়ে যাচ্ছে
বিষুবরেখা অতিক্রম করে গেছে দু'জনার দুটি পথ
বিষাদগ্রস্ত মনটা তাড়া করে ফিরেছে পথিককে বারবার
পথিক হেটে গেছে সরল পথ ধরে
গন্তব্যে পৌঁছাবে ব'লে
সময় পৌঁছে দেবে পথিককে  নিশ্চিত
পড়ে রবে ডিঙি শতাব্দীকাল
অবসন্ন দেহে পড়ে রবে আবহমানকাল
ক্লান্ত বেদনার্ত তক্তা হ'য়ে সেই হিজলতলীর ঘাটে