আজ আর দোষ দেইনা কাউকে আমি আর
সব দোষ ঢেকে দিছি ইচ্ছের চাদরে আমার
কি হোতো কি হোতোনা বলতেও চাই না আমি
আর কারো তরে
শুধু জানি ছেড়ে গেছে চ'লে গেছে
জীবনের স্মরণীয় মূহুর্ত এক
আসবে না আসবে না কোনোদিন কোনোকালেই
আর সে ফিরে
আমার সে চেনা মুখ জীবনে আবার
আসবে না ফিরে আর কোনোদিন
সময়ের ঈপ্সিত চাওয়াকে বেছে নেই আর
মনের আয়নায় দেখে নেই প্রিয় সেই চাঁদ মুখখানি
নিভে গেছে জীবনের কষ্টের আগুন
রক্তাক্ত ঘা শুকিয়ে গেছে তবে ক্ষত গেছে রয়ে
রয়ে যাবে ক্ষত আরো অনেক রাত্রি আর দিন
কোনোদিন যাবে না সে ক্ষত আর মেলায়ে
হিসেবের খাতা খুলে মেলাতে চাই না অঙ্ক
আমি আজ আর
শুধু জানি আর এটকুই মানি
নিঃসঙ্গতার ঘানি আজ টেনে হিঁচড়ে নিয়ে যাবো
একাকীই আমি
শুধু আমি একাকীই টানি